Home > আন্তর্জাতিক > করোনাভাইরাসে ইরানে দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা

করোনাভাইরাসে ইরানে দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা

২৪ ঘন্টা না পেরুতেই ইরানে করোনাভাইরাসে আরো আট জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছিল, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েক দিনে ২৬ জনের মৃ্ত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪৫ জনে পৌঁছেছে।

শুক্রবার বিকেলেই মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘন্টার মধ্যে মৃতের সংখ্যা আট জন বেড়ে ৩৪ এ দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৮৮ জনে পৌঁছেছে।

এদিকে ভ্যাটিকানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম রাষ্ট্রদূত হাদি খসরুশাহী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি দেশটির কোম শহরের একজন আলোচিত ব্যক্তি ছিলেন।

অপরদিকে, দেশটির পার্লামেন্টের চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন পার্লামেন্টারি প্রেসিডিয়াম কমিটির সদস্য মোহাম্মদ আলি ভাকিলি। শুক্রবার এক টুইটে তিনি এ তথ্য জানিয়েছেন। এদের মধ্যে সাত ভাইস প্রেসিডেন্টের অন্যতম মাসুমাহ এবতেকার রয়েছেন।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ