আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
ঢাকা: থাইল্যান্ডের
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী
ইংলাক সিনাওয়াত্রার বিচার
শুরু হতে যাচ্ছে।
এই লক্ষে মঙ্গলবার তাকে
রাজধানী ব্যাংককের একটি
আদালতে হাজির করা
হয়েছে।
তার বিরুদ্ধে কর্তব্যে
অবহেলা ও চালের ভর্তুকি
প্রকল্প নিয়ে দুর্নীতির
অভিযোগ রয়েছে। দোষী
সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০
বছর কারাদণ্ডাদেশ হতে
পারে বলে বিবিসি
অনলাইনের খবরে জানানো
হয়েছে।
এদিকে আদালতে হাজির
হওয়ার পর সিনাওয়াত্রা
সাংবাদিকদের বলেন, তিনি
নির্দোষ প্রমাণিত হবে এবং
এ ব্যাপারে তিনি নিশ্চিত।
এর আগে গত সপ্তাহে থাই
সংবাদপত্রকে দেয়া এক
বিবৃতিতে তিনি বলেছিলেন,
নিজেকে নির্দোষ প্রমাণ
করার জন্য আইনি লড়াই
চালাতে প্রস্তুত রয়েছেন
তিনি।
