Home > আন্তর্জাতিক > নাসায় ডাক পেলেন নবম শ্রেণির ছাত্রী

নাসায় ডাক পেলেন নবম শ্রেণির ছাত্রী

মাত্র নবম শ্রেণীতে পড়ছেন। বয়স আর কতো হবে? ৯ বা ১০। অথচ এই বয়সেই ডাক পেলেন নাসায়। নাম তার অভিনন্দা ঘোষ। ভারতের পুরুলিয়ার বাসিন্দা। তেলকলপাড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্রী সে।

তবে ছোট বেলা থেকেই তার ইচ্ছা ছিলো মহাকাশে যাওয়ার। কিশোরী অবস্থাতেই তার সেই স্বপ্নপূরণ হয়ে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দিল্লির একটি বেসরকারি সংস্থার আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াডে সফল হয়ে নাসায় যাওয়ার সুযোগ পেয়েছেন নবম শ্রেণির ছাত্রী অভিনন্দা ঘোষ।

অভিনন্দা ঘোষ বলেন, ‘খবরটা পাওয়ার পর আনন্দে কিছুক্ষণ কথাই বলতে পারিনি। নাসায় যাওয়ার স্বপ্ন এত দ্রুত সফল হবে ভাবতেই পারছিলাম না।’

অভিনন্দার বাবা সজল ঘোষ ও মা সুস্মিতা রায় চৌধুরী শহরের দুটি স্কুলে ইংরেজি পড়ান। তারা জানান, ছোট থেকে পড়াশোনাই অভিনন্দার ধ্যানজ্ঞান। চতুর্থ শ্রেণি থেকে প্রতি বছর অলিম্পিয়াডে বসছে। আলাদাভাবে কোনো প্রশিক্ষণ নেয়নি।কৃতী ছাত্রী হিসেবে স্কুলে তার নামডাক রয়েছে। গত নভেম্বরে দিল্লির বেসরকারি সংস্থার বিজ্ঞান অলিম্পিয়াডে স্কুল স্তরের পরীক্ষায় বসেছিল অভিনন্দা।

সফল হয়ে সেখান থেকে রাজ্যস্তরে। আগস্টের গোড়ায় দিল্লির ইসলামিক কালচার সেন্টারে সর্বভারতীয় স্তরের পরীক্ষাটি হয়।অভিনন্দার স্কুলের শিক্ষক তথা ওই বেসরকারি সংস্থার পরীক্ষার কো-অর্ডিনেটর সুদীপচন্দ্র দাস জানান, সর্বভারতীয় স্তরের পরীক্ষায় প্রায় ১৮ লাখ প্রতিযোগী ছিল।

সফলদের শিক্ষামূলক ভ্রমণে আমেরিকার ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) ‘কেনেডি স্পেস সেন্টারে’ নিয়ে যাবে সংস্থা।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ