আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
কাবুল: আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় দেশটির
অন্তত ১৪ জন সেনা নিহত হয়েছে। দেশটির
কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
কাবুলের দক্ষিণাঞ্চলে তালেবান অধ্যুষিত একটি
প্রদেশের এক সেনা তল্লাশি চৌকিতে
সোমবার সকালে এ হামলা হয়।
লোগার প্রদেশের বারাকি বারাক জেলার
গভর্নর মোহাম্মদ রহিম আমিন বলেন, স্থানীয়
সময় সোমবার সকাল ছয়টার দিকে দুটি মার্কিন
হেলিকপ্টার জেলার একটি তল্লাশি চৌকিতে হামলা
চালায়। এতে তল্লাশি চৌকিতে আগুন ধরে যায় ও
১৪ জন সেনা নিহত হয়।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দিন মোহাম্মদ
দরবেশও একই তথ্য জানিয়েছেন।
এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ঘটনার বিষয়ে
তিনি অবগত আছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।
বরাকি বরাক জেলার চৌকিতে যখন হামলায় হয় তখন
সেখানে আফগান পতাকা উড়ছিল।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ১৩ বছরের
দখলদারিত্বে সবচেয়ে বেশি আলোচিত
হয়েছে বিমান হামলায় বেসামরিক লোকের
মৃত্যুর ইস্যুটি।
সূত্র: এএফপি
