আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
প্যারিস: দেখলে পুলিশ
কর্মকর্তাই মনে হবে।
আদবকেতা থেকে ইউনিফরম
সবটাই পুলিশের। তবে পুরোটাই
মেকি।
পুলিশের ছদ্মাবরণে তারা
আসলে রাহাজান। রাস্তায়
গাড়ি থামিয়ে মূল্যবান
জিনিসপত্র চুরি করে নিয়ে
যায় তারা।
এ ঘটনা দক্ষিণ ফ্রান্সের
রিভিরা ও অন্যান্য পর্যটক
প্রিয় স্থানের।
চৌকস এ চোরেরা নিজেরাও
আসে পুলিশের স্টাইলের
গাড়িতে। তবে তাতে
কোনো নম্বর থাকে না।
স্থানীয় জনতা তাদের
টার্গেট নয়। তাদের শিকার
বিদেশি পর্যটকরা যারা
দেশটির পুলিশের কার্যক্রম
সম্পর্কে তেমন অবহিত নয়।
আরো বিস্ময়ের ব্যাপার
হলো-তারা পর্যটকদের
টার্গেট করে শেষ রাতে যখন
তারা সারারাত ফূর্তি করে
ক্লান্ত শরীরে হোটেল বা
মোটেলসহ নিজ গন্তব্যে
ফেরে। তখন গাড়ি পরীক্ষার
নাম করে গাড়ির ভেতর
থাকা মূল্যবান জিনিসপত্র
হাতিয়ে নেয় তারা।
আধুনিক চোরদের এই অভিনব
চুরির ঘটনা সাম্প্রতিক।
সম্প্রতি এ ধরনের ডজনখানেক
ঘটনা ঘটার পরই নড়েচড়ে
বসেছে ফরাসি পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রথমে
চোরেরা ফরাসি
নাগরিকদের টার্গেট করলেও
এখন তাদের শিকার হচ্ছেন
ব্রিটিশ নাগরিকরা।
সূত্র: দা টেলিগ্রাফ
