আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
বাগদাদ: ইরাকের তিকরিতে
সেনা হত্যাযজ্ঞের দায়ে
জঙ্গিগোষ্ঠী ইসলামিক
স্টেটের (আইএস) সন্দেহভাজন
২৪ জন সদস্যকে ফাঁসিতে
ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার
আদেশ দিয়েছে দেশটির
একটি আদালত।
২০১৪ সালের জুনে তিকরিতে
প্রায় ১,৭০০ সেনা হত্যার
ঘটনা ঘটে। ওই হত্যাযজ্ঞে
জড়িত থাকার দায়ে আইএসের
সন্দেহভাজন ২৪ জঙ্গিকে
গতকাল বুধবার বাগদাদের
একটি আদালত মৃত্যুদণ্ড
দিয়েছে।
এ ব্যাপারে ইরাকের সুপ্রিম
জুডিশিয়াল কাউন্সিলের
মুখপাত্র আব্দুল সাত্তার আল-
বিরকদার বলেন, দণ্ডপ্রাপ্ত এই
২৪ জন স্পেইশার হত্যাকাণ্ডে
সংশ্লিষ্ট থাকার কথা
স্বীকার করে জবানবন্দি
দিয়েছে।
তবে অভিযুক্তরা নিজেদের
নির্দোষ দাবি করে জানান,
ইরাকি কর্মকর্তারা
অত্যাচারের মুখে জোরপূর্বক
তাদের জবানবন্দি আদায়
করেছে।
চলতি বছর এপ্রিলে মার্কিন
বিমান হামলার সহায়তায়
ইরাকি সেনারা তিকরিত
পুনরুদ্ধার করে। সেই সঙ্গে
ক্যাম্প স্পেইশার হত্যাকাণ্ডে
সংশ্লিষ্ট থাকার দায়ে
সন্দেহভাজন বেশ কয়েকজনকে
আটক করা হয়।
সূত্র: বিবিসি
