আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
মুম্বাই: ভারতের মুম্বাইয়ে
রাষ্ট্র পরিচালিত কেইএম
হাসপাতালে ১৯৭৩ সালে
সহকর্মীর দ্বারা ধর্ষণের
শিকার হয়ে ৪২ বছর কোমায়
থেকে এক নার্স সোমবার
মারা গেছেন।
তার অরুনা শানবাগ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল
৬৪ বছর।
এনডিটিভির খবরে বলা হয়,
শানবাগ যখন কেইএম
হাসপাতালে কর্মরত
ছিলেন তখন তিনি তার
সহকর্মীর দ্বারা ধর্ষিত হন।
এরপর ওই হাসপাতালের
ইনটেনসিভ কেয়ার
ইউনিটের চিকিৎসাধীন
ছিলেন।
ডাক্তারা জানিয়েছেন,
শানবাগ নিউমোনিয়া
ভুগছিলেন। তাকে
ভেন্টিলেটর সাপোর্টে
রাখা হয়েছিল।
শানবাগের বয়স তখন ২৬ বছর।
তখন তিনি একজন জুনিয়র
নার্স হিসেবে কর্মরত
ছিলেন। একদিন দায়িত্ব
শেষ করে পোশাক পরিবর্তন
করে বাসায় যাওয়ার
প্রস্তুতি নিচ্ছেলেন তিনি।
তখন সোহান লাল ভর্টা
বাল্মীকি নামের এক
ওয়ার্ড বয় এবং ক্লিনার
তাকে কুকুরের চেইন দিয়ে
বেধে ধর্ষণ করে এবং মারধর
করে।
এগার ঘণ্টা পর তাকে
উদ্ধার করা হয়। ততক্ষণে তার
ব্রেইনের ভয়াবহ রকমের
ক্ষতি সাধিত হয়।
২০১১ সালে এক রায়ে
তাকে জোর করে
খাওয়ানোর ওপর
নিষেধাজ্ঞা আরোপ করে
সুপ্রিম কোর্ট।
তার আরামের মৃত্যুর আবেদন
জানানো হয়েছিল কিন্তু
ওই হাসপাতালের স্টাফরা
তাতে অস্বীকৃতি জানান
