আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
কাবুল: আফগানিস্তানের
পশ্চিমাঞ্চলের হেরাত
প্রদেশে তালেবান
জঙ্গিদের এক অতর্কিত
হামলায় কমপক্ষে ১১ আফগান
সৈন্য নিহত হয়েছে।
জানা গেছে, দেশটির
নিরাপত্তা বাহিনীর সদস্যরা
এই প্রথমবারের মতো ন্যাটো
বাহিনীর কোনো ধরণের
সহযোগিতা ছাড়াই যুদ্ধ
করছে।
আফগানিস্তানের
পশ্চিমাঞ্চলীয় হেরাত
প্রদেশের গভর্নরের মুখপাত্র
এহসানুল্লাহ হায়াত বলেন,
হেরাতের কারুখ এলাকায়
রবিবার সন্ধ্যায় সৈন্যদের
গাড়ি বহরে তালেবান
জঙ্গিরা অতর্কিত হামলা
চালালে ১১ সৈন্য নিহত হয়।
সূত্র: এএফপি
