আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
মস্কো: পাকিস্তানকে ৪টি
এমআই-৩৫ এম কম্ব্যাট
হেলিকপ্টার দেয়ার
সিদ্ধান্ত নিয়েছে
রাশিয়া।
রাশিয়ার সামরিক ও
প্রযুক্তিগত সহযোগিতা
বিষয়ক একটি সূত্র
জানিয়েছে,
পাকিস্তানের কাছে
হেলিকপ্টার বিক্রির যে
খসড়া চুক্তি তৈরি হয়েছে
তাতে চারটি হেলিকপ্টার
বিক্রির কথা বলা হয়েছে।
ওই সূত্র বলেছে, এমআই-৩৫
হেলিকপ্টার হস্তান্তরের
বিষয়ে একটি চুক্তির খসড়া
পাকিস্তানের কাছে
পাঠানো হয়েছে এবং
তারা এখন এটি
পর্যালোচনা করে দেখছে।
রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র
রপ্তানিকারক সংস্থা
রোজোবোরোনেক্সপোর্ট
জানিয়েছে, হেলকিপ্টার
হস্তান্তরের বিষয়ে
পাকিস্তানের সঙ্গে
আলোচনা চলছে। তবে এই
বিষয়ে বিস্তারিতভাবে
জানায় নি প্রতিষ্ঠানটি।
রাশিয়ার রোজটেক
হাইটেক কর্পোরেশনের
প্রধান নির্বাহী কর্মকর্তা
জানান,পাকিস্তানের
কাছে অস্ত্র বিক্রির যে
নিষেধাজ্ঞা ছিল তা
প্রত্যাহার করা হয়েছে
এবং দু দেশের মধ্যে নতুন
করে চুক্তি হতে যাচ্ছে।
সূত্র: ইতার তাস
