আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
ইসলামাবাদ: মিয়ানমারের
নিপীড়িত রোহিঙ্গা
মুসলিম তরুণদের হাতে
‘তলোয়ার তুলে নেয়ার’
আহ্বান জানিয়েছে
পাকিস্তানি তালেবানরা।
সোমবার এক অডিও বার্তায়
জঙ্গি সংগঠন তেহরিক-ই-
তালিবান পাকিস্তানের
(টিটিপি) মুখপাত্র
এহসানুল্লাহ এহসান বলেন,
তারা নিপীড়িত
রোহিঙ্গাদের দুর্দশায়
সমব্যথী।
‘আমি বার্মার যুবকদের প্রতি
আহ্বান জানাচ্ছি: তলোয়ার
তুলে নাও এবং আল্লাহর পথে
হত্যা করো। কোনো সন্দেহ
নেই যে আল্লাহর আমাদের
সাথেই আছেন,’ বলেন এহসান।
‘আমাদের (প্রশিক্ষণ)
কেন্দ্রগুলো, আমাদের সম্পদ,
প্রশিক্ষণ, জনবল, সবকিছুই
তোমাদের স্বস্তির জন্য
প্রস্তুত।’
এহসান বলেন, ‘ বিক্ষোভ
সমাবেশ, পদযাত্রা, মার্চ,
নিন্দাজ্ঞাপন করে প্রস্তাব
পাস’ করে কোনো লাভ হয়
না। মিয়ানমারের শাসকদের
দৃষ্টি আকর্ষণ করতে হলে দরকার
জিহাদ।
মিয়ানমারের ৫ কোটি ১০
লাখ লোকের মধ্যে মুসলিমের
সংখ্যা ১৩ লাখ। এর প্রায়
অর্ধেকই রোহিঙ্গা।
মিয়ানমারে রোহিঙ্গাদের
ওপর সরকার ও সংখ্যালঘু
বৌদ্ধদের নিপীড়ন বন্ধে এর
আগে আল-কায়দাও অস্ত্র তুলে
নেয়ার দাবি জানিয়েছে।
তবে এতে সাড়া দেয়নি
রোহিঙ্গারা।
সুত্র: এএফপি
