আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
বৈরুত: ইসলামিক স্টেটের
জঙ্গিরা সিরিয়ার
ঐতিহাসিক পালমিরা
শহরে শনিবার একটি কুখ্যাত
সরকারি কারাগার গুঁড়িয়ে
দিয়েছে।
দা সিরিয়ান
অবজার্ভেটরি ফর হিউম্যান
রাইটস জানায়, আইএসের
পুঁতে রাখা বিস্ফোরকে
পালমিরা কারাগারটির
বেশিরভাগই ধ্বংস হয়ে
গেছে।
কয়েক দশক ধরে সিরিয়ার
সরকার বিরোধীদের এই
কারাগারে রেখে
নির্যাতন করা হতো।
স্বৈরশাসক বাশার আল-
আসাদের বিরোধীরা
কারাগারটি ধ্বংসকে
স্বাগত জানিয়েছে।
১০ দিন আগে ওই এলাকা
আইএস দখল করে নিলে
সরকারি সেনাদের
প্রত্যাহার করা হয়।
সূত্র: এএফপি
