আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদে দুটি
অভিজাত হোটেলে বৃহস্পতিবার
দিবাগত রাতে পৃথক গাড়ি বোমা
বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত
হয়েছে। এতে বেশ কয়েকজন আহত
হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,
বাগদাদের মধ্যাঞ্চলে ইশতার ও
ব্যাবিলন হোটেলের প্রাচীরের মধ্যে
বৃহস্পতিবার মধ্যরাতের কিছু আগে
জঙ্গিরা দুটি গাড়ি বোমার বিস্ফোরণ
ঘটায়। বিস্ফোরণের শব্দ সিটি সেন্টার
থেকেও শোনা যায়।
ইশতার হোটেলের সাবেক নাম শেরাটন।
হোটেলটি সম্প্রতি সংস্কার করা হয়।
বিস্ফোরণে হোটেলের অনেক জানালা
চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। পার্কিং করা বেশ
কিছু দামি গাড়ি পুড়ে ছাই যায় এবং
ধাতব পদার্থগুলো বেঁকে গেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা
হয়েছে, বিস্ফোরণের তোড়ে বেশ কিছু
গাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায়
চলে যায়। কয়েকটি গাড়ি পুড়ে যায়,
কয়েকটিতে টোল পড়ে এবং কয়েকটির
জানাল বিচূর্ণ হয়ে যায়। ব্যাপক
ক্ষতিগ্রস্ত ১৫ টির বেশি গাড়ি এখনও
সেখানে পার্ক করা রয়েছে।
বিয়ের অনুষ্ঠানের জন্য ইশতার খুবই
জনপ্রিয় হোটেল। এ হোটেলের কাছে
একটি ক্লাব ও একটি ফিলিস্তিনী
হোটেল রয়েছে। বৃহস্পতিবার রাতে
ঘটনাস্থলে অনেক লোকসমাগম ছিল।
এছাড়া ব্যবিলন হোটেলের কার
পার্কিংয়ে দ্বিতীয় বোমার বিস্ফোরণ
ঘটানো হয়। পুলিশ জানায়, ব্যবিলন
হোটেলের কার পার্কিংয়ে আরো একটি
গাড়ি বোমা খুঁজে পায় নিরাপত্তা
বাহিনী। পরে তা নিষ্ক্রিয় করা হয়।
সূত্র: এএফপি
