আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
রিয়াদ: সৌদি আরবে আবারো মসজিদে
আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছে।
এছাড়া আহত হয়েছে আরো অনেকে।
নিহতের সংখ্যা বাড়তে পারে বলে
আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার দেশটির দাম্মাম শহরে একটি
শিয়া মসজিদে হামলার ঘটনাটি ঘটে বলে
জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয়
সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবারের
জুমার নামাজ চলাকালে এই হামলা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি
একটি আত্মঘাতী বোমা হামলা। কেউ
কেউ অবশ্য এটি গাড়ি বোমা হামলাও
হতে পারে বলে দাবি করেছে।
এখন পর্যন্ত কোনো সংগঠনের পক্ষ
থেকে এই হামলার দায় স্বীকার করা
হয়নি।
এর আগে গত শুক্রবার সৌদি আরবের
পূর্বাঞ্চলে কাতিফ প্রদেশের আল
কিদাহ গ্রামে ইমাম আলি মসজিদে
জুমার নামাজ চলাকালে আত্মঘাতী
বোমা হামলার ঘটনা ঘটে। এতে দুই
শিশুসহ ২১ জন নিহত হয়। এছাড়া
আহত হয় আরো অন্তত ৭০ জন।
পরে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি
সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই
হামলা দায় স্বীকার করে নেয়।
সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেজ টাইমস
