স্যান্ডার্সের কাছে পরাজিত হিলারি
আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
ওয়াশিংটন: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট
নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী
বাছাইয়ের অংশ হিসেবে মেইন অঙ্গরাজ্যে
অনুষ্ঠিত দলীয় ককাসে হিলারি ক্লিনটনকে
পরাজিত করেছেন বার্নি স্যান্ডার্স।
মেইন অঙ্গরাজ্যের রবিবারের নির্বাচনে ৯১
শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে
স্যান্ডার্স ৬৪ শতাংশ, হিলারি ৩৬ শতাংশ
ভোট পেয়েছেন।
এর আগের দিন শনিবার অনুষ্ঠিত বাছাইপর্বের
কথিত ‘সুপার স্যাটারডের’ প্রতিদ্বন্দ্বিতায়
ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের মধ্যে
স্যান্ডার্স দুইটি ও হিলারি একটি অঙ্গরাজ্যে
জয়লাভ করেন।
স্যান্ডার্স জয় পান নেব্রাস্কা ও কানসাস
অঙ্গরাজ্যে। হিলারি জয়ী হন লুইজিয়ানায়।
সূত্র: বিবিসি