Home > আন্তর্জাতিক > ওবামাকে রান্না করে খাওয়াতে চান তার দাদি

ওবামাকে রান্না করে খাওয়াতে চান তার দাদি

আন্তর্জাতিক ডেস্ক
জনতার বাণী,
নাইরোবি: মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামার
দাদি মামা সারাহ বলেছেন,
তার নাতি চলতি মাসের
শেষের দিকে যখন কেনিয়া
সফরে আসবেন তখন তিনি
ওবামার জন্য ঐতিহ্যবাহী
খাবার তৈরি করবেন।
পূর্ব আফ্রিকার এই দেশটিতেই
জন্মেছিলেন ওবামার বাবা।
শুক্রবার নাইরোবিতে
দোভাষীর মাধ্যমে তিনি
বলেন, ‘বারাকের সফরে আমি
তার জন্য কী খাবার তৈরি
করব সে সম্পর্কে বলতে চাই যে
সহজলভ্য ঐতিহ্যবাহী খাবারই
তৈরি করব আমি।’
এ সময় তিনি ওবামাকে লোভ
দেখান যে মাছ, মুরগি ও
ভুট্টার পুডিং তৈরি করবেন
তিনি।
‘বারাক সিনেটর হোক আর
প্রেসিডেন্ট হোক তাতে
কিছু যায় আসে না। আমি তার
জন্য যা তৈরি করব সে তাই
খাবে।’
মামা সারাহ প্রেসিডেন্ট
ওবামার দাদা হুসেন
ওনিয়াঙ্গো ওবামার তৃতীয়
স্ত্রী এবং তিনি পশ্চিম
কেনিয়ার কোজেলোর একটি
ছোট গ্রামে বাস করেন।
এখানে ওবামার বহু আত্মীয়
রয়েছে।
তিনি ওবামাকে
কোজেলোতে আসার আমন্ত্রণ
জানান এবং বলেন তিনি
যেন এসে তারা বাবার কবর
জিয়ারত করেন।
তবে কেনিয়া সফরে
প্রেসিডেন্ট ওবামার
রাজধানী নাইরোবির
বাইরে যাওয়ার শেডিউল
রয়েছে কিনা তা স্পষ্ট নয়।
ওবামার বাবা
কোজেলোতে জন্মগ্রহণ করেন
এবং শিক্ষার জন্য বিদেশে
অবস্থানকালে হাওয়াইয়ে
ওবামার মায়ের সাথে
সাক্ষাৎ হয়।
মামা সারাহ রক্ত সম্পর্কের
আত্মীয় না হলেও তাকে
‘গ্র্যানি’ বলে ডাকেন
ওবামা এবং এর তার সাথে
সাক্ষাৎ করেছেন।
সূত্র: এএফপি

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ