Home > আন্তর্জাতিক > আইফেল টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার হুমকি আইএসের (ভিডিও)

আইফেল টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার হুমকি আইএসের (ভিডিও)

ঢাকা: এবার আইফেল টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিল ইসলামিক স্টেট (আইএস)। বেছে বেছে ফ্রান্সের আরো কয়েকটি ঐতিহ্যবাহী ভবনও ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

একটি ভিডিও ফুটেজে কালো মুখোশ পরা, কালাশনিকভ রাইফেল হাতে ধরা আইএসের এক সদস্য ওই হুমকি দিতে দেখা গিয়েছে। ওই সদস্য ভিডিওয় কথা বলছিল ফরাসি ভাষায়।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া অল্যাঁর উদ্দেশ্যে দেওয়া ওই হুমকিতে বলা হয়েছে, ‘আমরা আবার ফিরছি। তোমার দেশকে ধ্বংস করে দিতে আমরা খুব শীঘ্রই ফিরে আসছি। ফ্রাসোঁয়া, তুমি নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। কিন্তু এই যুদ্ধ তুমি কোনো দিনই জিততে পারবে না। তুমি মানুষকে বলছ বটে, যুদ্ধটা তুমি জিতবে। কিন্তু যুদ্ধটা আমরাই জিতব। জিততে আমাদের হবেই, কারণ, আমরা আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ’।

এখানেই শেষ নয়। ওই ভিডিওয়ের পর আইএসের ওই সদস্য বলতে শোনা গিয়েছে, ‘এ বার আমরা যা ঘটাব, তা তুমি কল্পনাও করতে পারছ না’।

ওই হুমকি ভিডিওর পাশাপাশি আরো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে আইফেল টাওয়ার। হলিউডের ২০০৯ সালের একটি ফিল্ম থেকে নেওয়া হয়েছে আইফেল টাওয়ার ভেঙে পড়ার ফুটেজ।

আইএসের ভিডিও ফুটেজ:

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ