Home > তথ্য ও প্রযুক্তি > স্মামার্ট ফোন: হ্যাকিং সমস্যা,সমাধান

স্মামার্ট ফোন: হ্যাকিং সমস্যা,সমাধান

মোবাইল যত স্মার্ট হচ্ছে, ততই তৈরি হচ্ছে হ্যাকিংয়ের নতুন নতুন স্মার্ট উপায়। আর, প্রায় সব রকম হ্যাকিংয়েরই নেপথ্যে রয়েছে ব্লু টুথ।
এখন সমস্যা হল, ব্লু টুথ ছাড়া থাকার কথা বর্তমান সময়ে ভাবাই যায় না। ভাবা উচিতও নয়। প্রযুক্তি যখন আপনার হাতে সুবিধা তুলে দিচ্ছে, তখন সেটা ব্যবহার না করার তো কারণ নেই।
শুধু, সেটা অন্যকে অপব্যবহার করতে না দিলেই হল! জেনে নিন কী ভাবে!
ব্লু জ্যাকিং
ব্লু টুথের সুবিধা আছে এমন মোবাইলে নামহীন অবাঞ্ছিত মেসেজ পাঠানো হয়। সাধারণত কনট্যাক্ট ডিটেলস বা ইলেকট্রনিক্স বিজনেস কার্ড নিয়ে নেয় ব্লু টুথের মাধ্যমে। বিজ্ঞাপনের মেসেজ বা ছবি পাঠায়। তাতে ক্লিক করলে ক্ষতিকর ভাইরাস আক্রমণের সমূহ সম্ভাবনা। নষ্ট হতে পারে মোবাইল অপারেটিং সিস্টেম।
ব্লু সার্ফিং
ব্লু টুথ ব্যবহারকারীর অজান্তে তার মোবাইল থেকে ল্যাপটপের মাধ্যমে মোবাইলের সিরিয়াল নম্বর সহ যাবতীয় তথ্য চুরি করে নিতে পারে।
বিপদ থেকে বাঁচার উপায় কী?
১. ব্লু টুথ ইনভিজিবিল মোডে রাখুন।
২. কোনও অজানা উৎস থেকে কোনও কিছু ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
৩. অচেনা কোনও ব্যক্তির কাছ থেকে আসা এমএমএস না খুলেই মুছে ফেলুন।
৪. মোবাইলে সবসময় পিন কোড দিয়ে রাখুন। আর সেটা মনে রাখুন। কোথাও লিখে রাখবেন না।
৫. ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের কোনও তথ্য মোবাইলে সেভ করে রাখবেন না।
৬. মোবাইল ফোনের আইএমইআই কোড সুরক্ষিত স্থানে লিখে রাখুন। আপনার চুরি যাওয়া মোবাইলের ব্যবহার এই কোডের সাহায্যে আটকানো সম্ভব।
৭. ব্লু টুথের মাধ্যমে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থেকে বিরত থাকুন।

তবে মাথায় রাখুন, তথ্য দুষ্কৃতীরা নিত্য প্রতারণার নতুন কায়দা অবলম্বন করছে ফাঁদে ফেলার জন্য। তাই প্রযুক্তিগতভাবে আপডেটেড থাকার চেষ্টা করুন।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ