জনতার ববাণীডেস্ক:
একজন গ্রাহক সর্বোচ্চ কয়টি সিম নিজের নামে
নিবন্ধন করে ব্যবহার করতে পারবেন সে বিষয়ে
চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। শিগিগরই এ বিষয়ে
সরকারের নিয়মনীতির পূর্ণ বিবরণ জানিয়ে দেবে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
সম্প্রতি বিটিআরসির পক্ষ থেকে বাংলাদেশে ডাক ও
টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত
একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বিটিআরসি’র পাঠানো
এই প্রস্তাবে একটি জাতীয় পরিচয় পত্র দিয়ে প্রতিটি
অপারেটরের পাঁচটি করে সর্বোচ্চ বিশটি সিম
নিবন্ধনের সীমারেখা নির্ধারণ করে দেয়ার
আবেদন করা হয়েছে। যা কেবল অনুমোদনের
অপেক্ষায় আছে।
প্রস্তাবটি অনুমোদন হওয়া মাত্রই একজন
এনআইডিধারী ব্যক্তি প্রতিটি অপারেটরের পাঁচটি
করে নিবন্ধিত সিম নিজের কাছে রাখার অনুমতি পাবেন
বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক এ
সংস্থা।
এ বিষয়ে বিটিআরসির সচিব মো. সরওয়ার আলম জানান,
‘সিমের মালিকানা ক্ষেত্রে বিশৃঙ্খলা ঠেকাতেই এমন
উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করি এ উদ্যোগটি পাশ
হয়ে এলে অপারেটর এবং গ্রাহক উভয়ই সন্তুষ্ট
থাকবে এবং অবৈধ সিম ব্যবহারেও জনগণ অনুৎসাহী
হবে।
তবে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের
মহাসচিব নুরুল কবির বলেন, বিটিআরসির এমন প্রস্তাবের
কথা আমাদের কখনোই জানানো হয় নি। এ বিষয়ে
কোন সিদ্ধান্ত নেয়ার আগে সরকারের
অপারেটরদের সাথে আলোচনা করেই সামনে
আগানো উচিত। অন্যথায় জটিলতা বাড়ার আশঙ্কা থাকে।
