Home > তথ্য ও প্রযুক্তি > আসুসের ভিভোবুক সিরিজের নতুন ল্যাপটপ

আসুসের ভিভোবুক সিরিজের নতুন ল্যাপটপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো ভিভোবুক এস সিরিজের নতুন ল্যাপটপ। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এই ল্যাপটপটির মডেল হলো ভিভোবুক এস১৫ এস৫৩১।

স্লিক এবং কালারফুল ডিজাইনের এই ল্যাপটপটি ৮ম প্রজন্মের ইন্টেল কোর আই ফাইভ এবং কোর আই সেভেন-এই দুটি সংস্করণে পাওয়া যাবে। এর প্রসেসরের সঙ্গে ২ জিবি এনভিডিয়ার এক্সটার্নাল গ্রাফিক্স চিপ ব্যবহার করা হয়েছে। এছাড়া ১ টেরাবাইট স্টোরেজের সঙ্গে রয়েছে ২৫৬ জিবি এসএসডি সাপোর্ট।

ভিভোবুক এস১৫ এস৫৩১ ল্যাপটপটি ট্রান্সপারেন্ট সিলভার, মস গ্রিন, গান মেটাল গ্রে, কোবাল্ট ব্লু এবং পাঙ্ক পিংক- এই ৫টি কালারে পাওয়া যাবে। রয়েছে ২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সুবিধা। আরো জানতে ভিজিট: https://globalbrand.com.bd।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ