Home > তথ্য ও প্রযুক্তি > ঢাবি শিক্ষার্থীদের আইটি প্রশিক্ষণ দেবে ইওয়াই

ঢাবি শিক্ষার্থীদের আইটি প্রশিক্ষণ দেবে ইওয়াই

নিজস্ব প্রতিবেদক
জনতার বাণী,
ঢাকা: দেশের দ্রুত
বিকাশমান আইটি শিল্প
এবং বাজার উপযোগী
জনশক্তি তৈরির
লক্ষ্যে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের
(ঢাবি) শিক্ষার্থীদের
বিশ্বমানের আইটি
প্রশিক্ষণ দেবে
যুক্তরাজ্যভিত্তিক
শীর্ষ প্রতিষ্ঠান
আর্নস্ট অ্যান্ড ইয়ং
(ইওয়াই)।
বুধবার ঢাবি ভিসির
সম্মেলন কক্ষে তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি
বিভাগের অধীন
বাংলাদেশ কম্পিউটার
কাউন্সিলের (বিসিসি)
লিভারেজিং আইসিটি
ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট
অ্যান্ড গভর্নেন্স
(এলআইসিটি) প্রকল্প,
আর্নস্ট অ্যান্ড ইয়ং
এবং ঢাবির মধ্যে এ
নিয়ে সমঝোতা স্মারক
(এমওইউ) সই হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
পক্ষে কোষাধ্যক্ষ
অধ্যাপক ড. মো. কামাল
উদ্দীন, এলআইসিটি
প্রকল্পের পক্ষে
প্রকল্প পরিচালক মো.
রেজাউল করিম এবং
আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর
পক্ষে প্রতিষ্ঠানটির
অ্যাডভাইজরি
সার্ভিসের পরিচালক
কমলেশ ভায়াস সমঝোতা
স্মারকে সই করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ভিসি অধ্যাপক ড. আ আ ম স
আরেফিন সিদ্দিক, তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি
সচিব শ্যাম সুন্দর
সিকদার, বিসিসি’র
নির্বাহী পরিচালক এস এম
আশরাফুল ইসলাম,
এলআইসিটি উপ-প্রকল্প
পরিচালক তারেক এম
বরকতউল্লাহ এবং
যোগাযোগ বিশেষজ্ঞ
অজিত কুমার সরকার এ সময়
উপস্থিত ছিলেন।
এর আগে দেশের বিভিন্ন
কলেজ ও
বিশ্ববিদ্যালয়ের ৩০
হাজার শিক্ষার্থীকে
বিশ্বমানের
প্রশিক্ষণে দক্ষ
মানবসম্পদ হিসেবে গড়ে
তোলার জন্য
বিশ্বব্যাংকের
অর্থায়নের এলআইসিটি
প্রকল্প ইওয়াইকে নিয়োগ
দেয়।
এ ৩০ হাজারের মধ্যে
বিজ্ঞান ও কম্পিউটার
বিজ্ঞানে স্নাতক ১০
হাজার শিক্ষার্থীকে
টপ-আপ আইটি প্রশিক্ষণ
এবং ২০ হাজার নন-আইটি
শিক্ষার্থীকে দেয়া
হবে ফাউন্ডেশন
প্রশিক্ষণ।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ