Home > তথ্য ও প্রযুক্তি > ঘরে বসেই সেরে নিন সকল প্রকার সিম নিবন্ধন

ঘরে বসেই সেরে নিন সকল প্রকার সিম নিবন্ধন

জনতার বানীডেস্ক:
গত কয়েক মাস যাবত সিম পুনঃরায় নিবন্ধের উপর
জোর দিয়ে আসছিল সরকার। বিষয়টি নিশ্চিত করতে
আবারো অনুরোধ জানালো বাংলাদেশ ডাক ও
টেলিযোগাযোগ মন্ত্রণালয়। পাশাপাশি স্বরণ করিয়ে
দিল গ্রাহকরা ইচ্ছে করলে ঘরে বসেই সিমের
নিবন্ধন আছে কি না সে ব্যাপারে খোঁজ খবর নিতে
পারবেন এবং ঘরে বসে নিবন্ধনের কাজটিও সেরে
নিতে পারবেন।
সিম নিবন্ধনের সহজ বিষয়টি গ্রাহকদের কাছে পৌছে
দিতে মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা এখন থেকে সিম
নিবন্ধনের ব্যাপারটি এসএমএস মাধ্যমে এবং সংশ্লিষ্ট
অপারেটরের ওয়েব সাইটে গিয়ে যাচাই বাচাই
করতে পারবেন। অর্থাৎ সিম নিবন্ধন সঠিক ভাবে
হয়েছে কিনা বা নিবন্ধন আছে কিনা তার খোঁজ নেয়া
যাবে একটি মাত্র এসএমএস পাঠিয়েই। তবে এ সুবিধাটা
পাবেন ২০১২ সালের পরে সিম ক্রয়কারী গ্রাহকগণ।
২০১২ সালের আগে কেনা সিমের সঠিক নিবন্ধনের
জন্য গত ১৫ অক্টোবর থেকে গ্রাহকদের কাছে
বিভিন্ন তথ্য চেয়ে এমএসএস করা হচ্ছে। যা চলবে
আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে
প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে
সিম পুনঃরায় নিবন্ধন করে নিতে হবে অন্যথায় সিমের
সংযোগটি বন্ধ করে দেয়া হবে। তবে
পরবর্তীতে কাস্টমার সেন্টারে গিয়ে সিমের
সঠিক কাগজপত্র উপস্থাপন করলে সচল করে দেয়ার
বিষয়টিও জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।
এছাড়া মোবাইল অপারেটরদের নিজ নিজ কাস্টমার
সার্ভিস পয়েন্ট থেকে ২০১২ সালের আগে কেনা
সিমের নিবন্ধর করা যাবে।
যেভাবে নিবন্ধন করবেন
এসএমএসের মাধ্যমে সিম নিবন্ধন করতে হলে
প্রথমেই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে
ইংরেজীতে জাতিয় পরিচয়পত্রের নাম্বার(এনআইডি)
তারপর এনআইডি অনুযায়ী জন্ম তারিখ এবং পূর্ণ নাম
লিখে সব অপারেটরের ক্ষেত্রেই পাঠাতে হবে
1600 নাম্বারে। শুধু সিটিসেল গ্রাহকরা মেসেজ
অপশনে গিয়ে ইংরেজীতে U লিখে স্পেস
দিয়ে তারপর তথ্য লিখে উল্লেখিত নম্বরে পাঠিয়ে
দিলেই চলে আসবে ফিরতি একটি এসএমএস। তাতে
জানিয়ে দেয়া হবে তথ্য পাঠাতে গ্রাহক সফল
হয়েছে কি না। সেবাটি একেবারেই বিনামূল্যে
গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
এছাড়া বয়স আঠারোর নিচের কারো নামে সিম বিক্রি
বা নিবন্ধ করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে
টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ততে তারা নিজের
নিটকতম অবিভাবকের তথ্যাদি দিয়ে এবং তাদের
অনুমতিক্রমে সিম ব্যবহার করতে পারবেন।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ