ড্যাফেডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র খন্দকার আবু তালহার খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে, তার সহপাঠিরা। সকালে “Justice For Talha” ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানায় তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, তালহার চিহ্নিত খুনি হিরা, লিটু ও আসলাম। যা সিসি টিভির ফুটেজে স্পষ্ট। তাদের দ্রুত গ্রেপ্তারে ব্যবস্থা নিতে হবে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কাওকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। মানববন্ধনে নিহতের স্বজনরাও বক্তব্য দেন।
তাদের দাবিগুলো হলঃ
১) খন্দকার আবু তালহা হত্যায় জড়িত সকল দোষী এবং হিরা, পান্না, আসলামের ফাঁশি নিশ্চিত করতে হবে।
২) দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
৩) সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৪) আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করতে হবে।
৫) শহরকে ছিনতাই মুক্ত করতে হবে।
উল্লেখ, গত ০৮ অক্টোবর, রোববার সকালে রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীদের হাত থেকে এক পথচারীকে বাঁচাতে গিয়ে, ছুরিকাঘাতে নিহত হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের কম্পিউটার সাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তালহা।