Home > মানবাধিকার > ক্লাস রুমে নয় মুরগীর ঝাকার ভেতরে

ক্লাস রুমে নয় মুরগীর ঝাকার ভেতরে

মানবধিকার প্রতিবেদক,
ছবিতে যে শিশুটিকে
দেখছেন তার নাম নাইম বয়স
10-12বছর হবে।বাড়ি ইশ্বরদীতে।
ইশ্বরদী বাজারে মামার
মুরগির দোকানে কাজ করে
সে। এই বয়সে একটি শিশুর
থাকার
কথা স্কুলের ক্লাস রুমে
অথবা তার বয়সী শিশুদের
সাথে খেলার মাঠে। কিন্ত
ছোট
নাইম থাকে মুরগীর
দোকানে মুরগীদের নিয়ে।
ক্লাস রুমে নয় মুরগীর ঝাতার
ভেতর বসে।
মুরগীদের সাথে খেলা
করেই কাটে তার সকাল
থেকে সন্ধ্যা পর্যন্ত।কথা
বলেছিলাম
নাইমের সাথে।জানতে
চেয়েছিলাম কেন সে আজ
মুরগির দোকানে কাজ করে।
শিশু নাইমের
>সাথে কিছু কথা
>কি নাম তোমার?
> -নাইম
> ইস্কুলে যাওনা?
> -নাহ।
> কেন স্কুলে যাইতে ইচ্ছা
করে না?
> -হ্যা ইচ্ছা করে।
> তাহলে যাওনা কেন?
> -আব্বু কে বলি কিন্তু স্কুলে
ভর্তি করাই না।
> কি বলে তোমার আব্বু?
> -বলে স্কুলে যাওয়া লাগবে
না।
> কি নাম তোমার আব্বুর?
আর কোন উত্তর নাই। হয়তো
দারিদ্রতা এ বয়সেই শিশু নাইম
কে বুঝিয়ে দিয়েছে কিছু
কথা আছে যা সবার কাছে
বলতে হয় না। শুধু নাইম নয়
নাইমের মত এমন হাজারও শিশু
শুধুমাত্র দারিদ্রতার কারণে
প্রতিনিয়ত
ঝরে পড়ছে শিক্ষাঙ্গন
থেকে। আর দ্রুতগতিতে
বাড়ছে শিশু শ্রম।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ