আজ থেকে আমাদের সবার মাঝে “জনতার বানী” নামে, “সবার কথা বলে” স্লোগানকে সামনে রেখে নতুন যে অনলাইন নিউজপেপারটি যাত্রা শুরু হল আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
একটি দেশের সাংস্কৃতি ও সভ্যতার বিকাশ ও প্রকাশ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে দেশের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া। দেশের তাৎক্ষণিক অবস্থা সম্পর্কে জানাতে ইলেক্ট্রনিক মিডিয়ার সমতুল্য আর কিছু নেই।
বর্তমানে বাংলাদেশে নামে বেনামে ২ থেকে ৩ হাজারেরও বেশি অনলাইন পোর্টাল আছে কিন্তু এদের নেই কোন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের সক্ষমতা।
আমি আশাকরি “জনতার বাানী” বর্তমানে এসকল সীমাবদ্ধ কাটিয়ে সবার কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পৌছে দিতে সক্ষম হবে এবং জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটিয়ে সাফল্যের শীর্ষে পদার্পন করতে সক্ষম হবে।
—মু. শাহজাহান জামাল
ম্যানেজর,
ম্যাসেঞ্জার সি.সি.এস লিমিটেড