বিশ্বে এখন সন্ত্রাসের ভয়ংকর নাম হল আইএস।বাংলাদেশী গয়েন্দা সংস্থা মনে করছে, বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে থেকে কাজ করছে আইএস জঙ্গীরা। এবং তাদের টার্গেট হল লেখক ও ব্লাগার । পরপর কয়েক মাসে কয়েকজন বিশিষ্ট লোককে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এই সংগঠনটি বা এই আদর্শের আদলে গড়ে ওঠা কোন সংগঠন। তবে কে বা কারা এই হুমকি দিচ্ছে সে বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা কোন সমাধানে পৌছতে পারছেন।এমনকি কাউকে শাস্তির আওতায় আনাও যাচ্ছে না।যার দূরণ এই হুমকি দেয়া অব্যহত রয়েছে বলে আবার প্রতিয়মান হল।প্রখ্যাত কথাশিল্পী হাসান আজিজুল হক কে ফোন হুমকি দেয় একটি নম্বর থেকে।কে বা কারা এই কাজের সাথে জড়িত সে বিষয়ে আইন প্রয়োকারী সংস্থা অতি দ্রুত তদন্ত করে যেন। তদের বিচারের আওতায় আনে সে বিষয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।