Home > সাহিত্য ও সংস্কৃতি > আসছে অরুন্ধতী রায়ের দ্বিতীয় উপন্যাস

আসছে অরুন্ধতী রায়ের দ্বিতীয় উপন্যাস

নিউজ ডেক্স:  কুড়ি বছর পর আসছে ভারতের অত্যন্ত প্রভাবশালী লেখিকা অরুন্ধতী রায়ের দ্বিতীয় উপন্যাস। তাঁর প্রথম উপন্যাস দ্য গড অব স্মল থিংকস প্রকাশিত হয় ১৯৯৭ সালে। সে বছরই বইটি তাঁকে এনে দেয় বুকার পুরস্কার, জগৎজোড়া খ্যাতি। সারা বিশ্বে হইচই পড়ে যায়। এরপর তিনি ইরাক ও আফগানিস্তানে মার্কিন আগ্রাসন, ভারতের পারমাণবিক পরীক্ষাসহ নানা বৈষম্যের বিরুদ্ধে তাঁর কলম ধরেছেন। একজন মানবাধিকার কর্মী ও বুদ্ধিজীবী হিসেবে লাভ করেছেন পরিচিতি। কিন্তু এ সময়ের মধ্যে তাঁর সৃজনশীল কোনো লেখা প্রকাশিত হয়নি। তবে গত সপ্তাহে অরুন্ধতী ঘোষণা দিয়েছেন, উপন্যাস লিখছেন তিনি। নাম—দ্য মিনিস্টি অব আটমোস্ট হ্যাপিনেস। তিনি বলেন, ‘আমি সানন্দে জানাচ্ছি যে, দ্য মিনিস্টি অব আটমোস্ট হ্যাপিনেস-এর উন্মাদ আত্মারা পৃথিবীর পথ পেয়েছে, আর আমি আমার প্রকাশকদের পেয়ে গেছি।’ আগামী বছর প্রকাশিত হতে যাচ্ছে তাঁর এ উপন্যাস। এ-সম্পর্কে অরুন্ধতীর সাহিত্য-বিষয়ক এজেন্ট ডেভিড গুডউইন বলেন, অরুন্ধতীর মতো লেখকেরই এমন উপন্যাস লেখা সম্ভব। একেবারে খাঁটি, অনবদ্য সৃষ্টি। কুড়িটি বছর ধরে তিনি নিরলসভাবে লিখে গেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ