Home > সাহিত্য ও সংস্কৃতি > সুন্দরের সপ্তপদী ফজলুল হক তুহিন

সুন্দরের সপ্তপদী ফজলুল হক তুহিন

ঠাস বুননের, রঙ জোয়ারের পদ্ম ফুটেছে বিশাল দীঘিতে
অগণন এই ফুলের প্লাবনে ঢেউ ঢেউ পানকড়ি আর বক
দূর দিগন্ত ভেঙে ভেসে আসে, নরম পালক হাসে
ডানা মেলে দেয় পদ্মপাতায়, শিকারের ভরসায়
সাদা আর লাল পাপড়িতে রোদ্দুরে সুন্দরের সৃজন উৎসব
আমি বুঝি, আমি বুঝি না আবার, সুন্দরের এ-আয়োজন
শুধু অনুভবে জ্বলে জ্বলে ওঠে সৃজনের কারুময় স্পন্দন ॥

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ