শ্যাওলাফুল
–আমিনুল ইসলাম
দিঘির ঘাটে ঘাটে জমে থাকা শ্যাওলাফুলের মত
নিশিরাতে ফুটে থাকা থোকা থোকা ডুমুর ফুলের মত
কোন সৌভাগ্যবতী রমণীর দৃষ্টিতে ধরা দেয়া
প্রবাদ-প্রবচনে পৌরাণিক ইতিহাসে উপমায় উৎপ্রেক্ষায়
কাঁঠালের আমসত্বে, শেয়ালের দেয়ালে আঁকা মুরগির অবয়বে
তেঁতুল পাতার মত চিরল চিরল লজ্জাবতী লতায়
ভালবাসা চোখ বুঁজে মুখ গুঁজে সুখ খোঁজে
উড়ে চলা একঝাঁক সাদা কালো বকের ডানায় …!!