Home > সাহিত্য ও সংস্কৃতি > ফিনিক্স পাখি

ফিনিক্স পাখি

ফিনিক্স পাখি

-ফজলুল হক তুহিন

চারদিক থেকে ঘিরে ধরেছে আমাকে
ভয়ঙ্করভাবে
আমার সামনে হিংস্র দাঁত
বের করে এগিয়ে আসছে
হিংসার ভালুক, মনে হয়
গিলে খাবে সর্বাঙ্গ,
সর্বস্ব
আমার পিছনে ওত পেতে
আছে আতঙ্কের চিতাবাঘ
রক্তমাংসহাড় আগ্রাসী
থাবায় নিতে সব সময়ে
ছাড়ে গর্জন
ডানপাশে ক্রমাগত
ফোঁসফোঁস করে
বিষাদের অজগর
বাম হাতের আঙুল কামড়ে
টানতে থাকে ভয়ের কুমীর
দুপা ধরে হিড়হিড় করে
নিয়ে চলে গহীন জঙ্গলে
হতাশার কেশরফোলানো
সিংহ।
শিরায় শিরায় উড়ে বেড়ায়
কষ্টের হাজার ঈগল
আমার কলিজা খেতে
বিচ্ছেদের নেকড়ে ঝরায়
লালা
আমার এ-মাথা চিবাতে
অস্থির হয়ে আছে
আত্মঘাতী সাধের হাঙর
আমার সমস্ত স্বপ্ন
সাধসখসুখ আর আশার ফসল
নিমেষে উজাড় করে দিয়ে
যায় যন্ত্রণার পঙ্গপাল
হদয়ে পড়েছে ঢুকে শোকের
হুতুম পেঁচা।
এই দেহ এই মন নিয়ে আমি এখন
কী করি
হয় ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে
পড়তে হবে কাকের সমাজে
না হয় তাড়াতে হবে দেহমন
থেকে পুরোপুরি
তবেই জীবন জ্বলে উঠবে
ফিনিক্স পাখি হয়ে
বাঁচার দিগন্তে ডানা
মেলে আকাশে আকাশে
উড়ে উড়ে জয় করে নেবে সব
আনন্দ উল্লাসে।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ