আজ এমনি এক আসার উজ্জল মুখ দেখতে
চলেছেন দূর্গাপুর থানার ৪নং দেলুয়া বাড়ি
ইউনিয়নের ৭নং ওয়াড (জাগীর পাড়) ও
৮নং ওয়াডের (কিশোর পুর) গ্রাম বাসিরা ৷
নানা অবসান কাটিয়ে পাকা রাস্তা
নির্মানের কাজ আরম্ভ হওয়ার জন্য
এলাকা বাসি
খুবই খুশি ও আননদিত ৷
এতে করে জাগীর পাড়া ও কিশোরপুর
গ্রামের মধ্যে যোগাযোেগর মান আরও গতি
ময় হয়ে
উঠবে ৷
তবে এলাকা বাসির দাবি রাস্তার কাজ যেন
মান সম্মত ভাবে খুব তাড়াতাড়ি শেষ করা
হয় ৷
কারণ সামনে বর্ষা কাল আর এই বর্ষাকালে
রাস্তার অবসতা খুব নাজেহাল হয়ে পড়ে
এবং
জীবন জাত্রার মান হয়ে ওঠে কষ্টের ও
নিম্ন গামী ৷
দূর্গাপুর প্রতিনিধি
সাব্বির হোসেন ৷
দূর্গাপুর রাজশাহী ৷