নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
নাটোর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানকে ‘পাকবন্ধু’
আখ্যায়িত করার
অভিযোগে দায়ের
মামলায় নাটোরে তারেক
রহমানের বিরুদ্ধে
ইন্টারপোলের মাধ্যমে
গ্রেপ্তারি পরোয়ানা
জারির আবেদন করা
হয়েছে।
সোমবার দুপুরে নাটোর
সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালত-৪
থেকে এ আবেদন করা হয়।
২০১৪ সালের ১৮ ডিসেম্বর
নাটোর সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট
আদালতে মামলাটি
দায়ের করেন কেন্দ্রীয়
আওয়ামী লীগের উপ-
সম্পাদক গুরুদাসপুর উপজেলার
খাকড়াদহ গ্রামের আহম্মদ
আলী মোল্লা।
মামলাটি আমলে নিয়ে
শুনানি শেষে আদালতের
বিচারক সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
ইসরাত জাহান মুন্নি
তারেক রহমানকে ২০১৫
সালের ২২ ফেব্রুয়ারি
স্বশরীরে আদালতে হাজির
হওয়ার আদেশ দেন।
কিন্তু যথাসময়ে তিনি
আদালতে হাজির না
হওয়ায় সোমবার আদালতের
বিচারক সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
ইনামুল হক বসুনিয়া এই আদেশ
দেন।
