নিজস্ব প্রতিনিধি
জনতার বাণী,
মেহেরপুর: মেহেরপুরের
মুজিবনগর উপজেলার
মাছপাড়া সীমান্ত থেকে
শরিফুল ইসলাম (৪৮) নামে এক
বাংলাদেশিকে ধরে
নিয়ে গেছে ভারতীয়
সীমান্তরক্ষী বাহিনী
(বিএসএফ)।
সোমবার সকাল সাড়ে ৯টার
দিকে বিএসএফ সদস্যরা
তাকে ধরে নিয়ে যায়।
শরিফুল উপজেলার
মাছপাড়া গ্রামের হবিবর
রহমানের ছেলে।
চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর
পরিচালক এসএম
মনিরুজ্জামান জানান,
সীমান্তের ১০৬ নং পিলার
এলাকায় অবৈধভাবে গাছ
কাটার সময় ভারতের হৃদয়পুর
বিএসএফ ক্যাম্পের সদস্যরা
শরিফুলকে ধরে নিয়ে যায়।
খবর পেয়ে পতাকা বৈঠকের
জন্য বিএসএসফকে মৌখিক
প্রস্তাব দিয়েছে
বিজিবি। পতাকা বৈঠকের
পর পরবর্তী সিদ্ধান্ত জানা
যাবে বলে জানান তিনি।
