নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের গুলিতে আহত আবুল কালাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আবুল কালাম গত ১০ জানুয়ারি রাতে কামাল হোসেনের গুলিতে আহত হন। পরে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় ওই রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আবুল কালাম ওই উপজেলার কুতুবপুর ইউনিয়নের বটতলা গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের গুলিতে আহত আবুল কালাম আজ শুক্রবার মারা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তাকে মোবাইলে বিষয়টি জানানো হয়েছে। গুলিবিদ্ধের ঘটনায় কামাল হোসেন বর্তমানে জেলহাজতে রয়েছেন।ওসি আরো জানান, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়ার জন্য বলা হয়েছে।’
বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেনকে (৩৮) অসামাজিক কাজের অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এ সময় আবুল কালাম (৫৫) গুলিবিদ্ধ হয়।