স্ট্রাফ রিপোর্টার: মো: মোহাইমেনউল (স্বপন)
রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলা পরিষদে গত ৩০-০১-২০১৭ ইং তারিখে, প্রাথমিক শিক্ষা সপ্তাহ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সৈয়দ জামাল উদ্দিন উপজেলা ভায়েস চেয়ারম্যান এবং মো: সাইফুল ইসলাম প্রাণী সম্পদ অফিসার দূর্গাপুর উপজেলা। আলোচনা সভাটিতে সভাপতিত্ব করেন দূর্গাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আনোয়ার সাদাত। সকলে প্রাথমিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলচনো করে। তারা বলেন আমাদের দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয়েলর শিশু দের নিয়ে একটি র্যালিও হয় উপজেলা চত্বরে। র্যালিতে স্লোগান ছিল “শিক্ষার আলো জ্বালবো জিজিটাল বাংলাদেশ গড়বো” এছাড়া র্যালিতে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা।