ইবি প্রতিনিধি: আশিক বনি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের কর্মকর্তাদের ওপর সশস্ত্র হামলা করেছে প্রো-ভিসি গ্রুপের কর্মকর্তারা। এতে বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মীর মোর্শেদসহ ৭ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে মোর্শেদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবনের গেটে হামলার এ ঘটনা ঘটে। উভয় গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রো-ভিসি প্রফেসর ড.শাহিনুর রহমানের বিরুদ্ধে ছাত্রী হত্যা, যৌন নির্যাতন, আর্থিক দূর্নীতিসহ ১১দফা অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে মানববন্ধনের ডাক দেয় ভিসিপন্থী শিক্ষক কর্মকর্তারা। আর এ কর্মসূচিকে কেন্দ্র করে প্রো- ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান পন্থি কর্মকর্তারা ভিসি পন্থি বঙ্গবন্ধু পরিষদের কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এতে বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সহ ৭ কর্মকর্তা আহত হয়। আহতরা হলেন সহকারী রেজিস্ট্রার মীর মোর্শেদ, ভিসির একান্ত সহকারী মনিরুল ইসলাম, রেজিস্ট্রারের ব্যাক্তিগত সহকারী আনোয়ার হোসেন, সহকারী ডেপুটি রেজিস্ট্রার হারুন অর রশিদ, রেজাউল ইসলাম রানা। এদের মধ্যে মোর্শেদের অবস্থা আশংকাজনক। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যম্পাসে ইত্তেজনা বিরাজ করছে।