Home > সারাদেশ > ইবিতে পি.এইচ.ডি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবিতে পি.এইচ.ডি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

IU PIC (1)ইবি প্রতিনিধি আশিক বনি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগের আয়োজনে ‘ট্রিটমেন্ট অফ ওমান ইন ইসলাম এ্যান্ড সেক্সপিয়র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ ভবনস্থ সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইংরেজী বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লুর সভাপতিত্বে ও একই বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারীর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রুহুল আমিন।

মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মিজানুর রহমান এবং অধ্যাপক ড. মামুনুর রহমান। পরিদর্শক হিসেবে ছিলেন ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মেহের আলী ও সহকারি-পরিদর্শক হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ