ইবি প্রতিনিধি আশিক বনি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ’বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে কেন্দ্রীয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় চলচিত্র সংসদ। প্রদর্শনসূচী অনুযায়ী প্রথম প্রদর্শনী আজ শেষ হলেও দ্বিতীয় প্রদর্শনী হবে বুধবার সকাল ৯ টায় ও তৃতীয় প্রদর্শনী হবে একই দিনে বেলা ১১টা ৪৫ মিনিটে।
এই চলচ্চিত্রের মাধ্যমে আবহমান বাংলার হারানো ঐতিহ্যের সাথে মেলবন্ধন করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের,যা নির্মতা অত্যান্ত সুকৌশলে তা ফুটিয়ে তুলেছেন। এছাড়া আমাদের দেশে এমন একটি সময় ছিল যখন গ্রামাঞ্চলে টেলিভিশন বা সিনেমা ছিলনা, কিন্তু মানুষ তখোন বিনোদনের চাহিদা মেটানোর একমাত্র মাধ্যম ছিল বায়স্কোপ যা মেলায় , হাটে বাজারে দেখা যেত। বর্তমান বৃদ্ধ বয়সের অনেক মানুষের শৈশব কেটেছে বায়স্কোপ খেলা দেখে। কিস্তু এই প্রজন্ম বায়স্কোপ নাম শুনলেও বায়স্কোপ কি? সেটা জানেনা বা দেখেনি।
চলচ্চিত্রটি নির্মান করেছেন রিয়জুল রিজু এবং এটিই তার প্রথম চলচ্চিত্র । মাসুম রেজার কাহিনী ও সংলাপে ’বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, মাসুদ মহিউদ্দিন, তারেক বাবুসহ আরো অনেকেই।