ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি মো: জামিল হোসেন: নুঁয়ে পড়া ৮০ বছরের এক বৃদ্ধা ব্রেন স্টোক করে প্যারালাইসিসে আক্রান্ত হন ১৬ডিসেম্বর/১৫। শরীরের ডান অংশ অবস হয়ে বিছানায় পড়ে যান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটের রাঘবপুর পুটুুবাজারের আব্দুর রশিদের স্ত্রী রেনু বানু। অসুস্থ্য এ ৮০ বছরের বৃদ্ধা পরিবারের লোকজনের কাছে এক প্রকার বোঝা হয়ে দাঁড়ায়। তিনি অসুস্থ্য হওয়ার পর একই উপজেলার তার ভাই চুটু মোহরীলের নিকট থেকে রাজশাহী জেলার গোদাগারী উপজেলার মহিষালবাড়ী গ্রামের মৃতঃ গিয়াসউদ্দিন মোল্লার ছেলে হোমেও চিকিৎসক ডাঃ মোঃ নাসিরুদ্দিন মোল্লা বাবুল এর খোঁজ পান। ডাক্তারের ০১৭১৭-০৫৪১৫৪ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করেন অসুস্থ্য রেনু বানুর স্বজনেরা। এ পর্যায়ে ডাক্তার মোঃ নাসিরুদ্দিন মোল্লা ২ জানুয়ারী/১৬ অসুস্থ্য রেনু বানুর বাড়ী উপস্থিত হয়ে চিকিৎসা প্রদান করেন। তার চিকিৎসার ৪দিনের দিন অনেকটা সুস্থ্য হয়ে উঠেন অসুস্থ্য রেনু বানু। পরিবারের লোকজনের মনে আনন্দের বন্যা বয়তে শুরু করে। ধীরে ধীরে মাস দুয়েকের মধ্যে সম্পূর্ণ সুস্থ্য হয়ে বেশ চলাফেরা করছেন তিনি। রেনু বানু জানান, তিনি অসুস্থ্য হয়ে বিছানায় পড়ে অন্যের সাহায্য নিয়ে খুব কষ্টে জীবন-যাপন করতেন। এ সময় নিজেকে ভীষণ অসহয় মনে হতো তার। বর্তমানে ডাঃ মোঃ নাসির মোল্লা বাবুলের চিকিৎসায় সর্ম্পণ সুস্থ্য হয়ে যেন পূর্বের জীবন ফিরে পেয়েছেন বৃদ্ধা রেনু বানু। বর্তমানে তিনি নিজেই নিজের দায়িত্ব চলাফেরা করতে পেরে খুব আনন্দে রয়েছেন বলে জানান। তার স্বামী বৃদ্ধ আব্দুর রশিদ জানান, তার স্ত্রী অসুস্থ্য হওয়ায় তিনিও খুব অসহায় হয়ে পড়ে ছিলেন। কারণ তিনি তারই নিজের প্রতিই খেয়াল রাখতে অক্ষম স্ত্রীর সেবা কি ভাবে নিতেন। বর্তমানে স্ত্রীর সুস্থ্যতায় বেশ ভালো আছেন। এ দিকে এই উপজেলার কোটবাজার এলাকার সাবেক পুলিশ অফিসার আব্দুল মতিন ও তার স্ত্রী এমেলী বেগম গত হজ্বে যাবতীয় প্রক্রিয়া শেষে এলাকার মানুষ ও স্বজনদের কাছে দোয়া প্রার্থনার কাজে ব্যবস্থ ঠিক এমন সময় প্যারালাইসিস রোগে আক্রন্ত হয়ে হজ্বে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। বিভিন্ন জায়গাতে সুস্থ্য হওয়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করেও কোন ফলাফল না মিললে অবশেষে ডাঃমোঃ নাসিরুদ্দিন মোল্লার খোঁজ পেয়ে তাকে দিয়ে চিকিৎসা করিয়ে মাত্র ১২দিনে সুস্থ্য হয়ে পবিত্র হজ্ব পালন করে এসছেন। ডাঃ মোঃ নসিরুদ্দিনের সাথে যোগোযোগ করা হলে তিনি বলেন, সম্পর্ণ বিদেশী হোমেও ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন বলে জানান। তিনি বলেন, শুধু প্যারালাইসিস নয় বিভিন্ন জটিল যেমন ক্যান্সারসহ নানা অসুখের চিকিৎসা দিয়ে থাকেন তিনি।