মো: মোহাইমেনউল (স্বপন) নন্দনগাছী প্রতিনিধি: রাজশাহী জেলার চারঘাট উপজেলার ০৪নং নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী বাজার উন্নয়নের একটি সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ০৪নং নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল ক্দ্দুুস(পলাশ)। তিনি বাজরের উল্লেখ যোগ্য কিছু সমস্যার মধ্যে কসাই পট্টি দুটি হাউজ বরিং আগামী ১৫দিনের মধ্যে সম্পন্ন করবেন বলে প্রতিশশ্রুতি দেন। এছাড়াও তিনি আরো বলেন ইতি মধ্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সাঈদ(চাঁদ) বাজারের ল্যাটিন নির্মানের লক্ষে ১ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে সভাপত্ত্বি করেন বাজার কমিটি সভাপতি মোঃ আবুল কালাম আজাদ(নান্টু) এবং সভা পরিচালনা করেন অত্র বাজারের সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম(মজনু) এছাড়াও অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (ফিজু) সহ অন্যন্য সদস্য বিন্দু এবং ব্যবসায়ি ও আবাসিক বিন্দুগন।