Home > বিনোদন > সিনেমা দেখে কেউ খারাপ করলে তা দুর্ভাগ্যজনক: শাহরুখ

সিনেমা দেখে কেউ খারাপ করলে তা দুর্ভাগ্যজনক: শাহরুখ

image_149075_0নিজস্ব প্রতিনিধি:

মুম্বাই: ‘ডর’ সিনেমা থেকে উৎসাহ পেয়েই ২৪ বছরের স্ন্যাপডিল কর্মী স্ন্যাপডিল কর্মী দীপ্তি সারানাকে অপহরণ করা হয়েছিল৷ সিনেমায় দেখা প্রেমিকের চরিত্র  থেকে অপরাধীর উৎসাহ পাওয়ার ঘটনায় ছড়িয়েছিল চাঞ্চল্য ৷ এবার তা নিয়ে মুখ খুললেন ছবির নায়ক শাহরুখ খান৷  তার মতে,  মানুষ ছবি দেখে খারাপ কাজে উৎসাহ পেলে তা খুবই দুর্ভাগ্যজনক৷

শাহরুখের কেরিয়ারে অন্যতম ল্যান্ডমার্ক ছবি ‘ডর’৷ ‘অবসেসিভ’ প্রেমিকের চরিত্রে অভিনয় করেন তিনি৷ বিপরীতে নায়িকা ছিলেন জুহি চাওলা৷ জুহির প্রতি প্রেমে যে কোনও কাজ করতে প্রস্তুত ছিল শাহরুখের অভিনীত চরিত্রটি৷ একই রকম ঘটনা ঘটে দীপ্তির ক্ষেত্রে৷ ২৪ বছরের স্ন্যাপডিল কর্মীর প্রেমে পড়েন দেবেন্দ্র নামে এক ব্যক্তি৷ একতরফা প্রেমে সাড়া না পেয়ে দীপ্তিকে অপরহরণ করে সে৷পরে পুলিশ দীপ্তিকে উদ্ধার করে৷ অপরাধী জানায়, ‘ডর’ ছবি দেখেই এমন কাজে উৎসাহ পেয়েছিল সে৷ যদিও বিভিন্ন অপরাধে যুক্ত থাকায় পুলিশের খাতায় আগেই তার নাম ছিল৷ এমন ঘটনার সঙ্গে তাদের  সিনেমার নাম জড়িয়ে যাওয়ায় আগেই প্রতিবাদ করেছিলেন ছবির নায়িকা জুহি চাওলা৷ পাশে এসে দাঁড়িয়েছিলেন মহেশ ভাটের মতো পরিচালকও৷ তাদের বক্তব্য ছিল, এরকম অপরাধের জন্য বলিউডকে দোষ দেওয়া যায় না৷
একই পথে হাঁটলেন শাহরুথও৷ বললেন, ‘‘ আমরা যতটা ভাবতে পারি, আমাদের কাজ তার থেকেও বেশি মাত্রায় প্রভাবিত করতে পারে, তবে সদর্থকভাবে৷ কোনো পরিচালকই চান না যে, তার ছবি থেকে কেউ খারাপ কাজে উৎসাহ পাক৷ যদি কেউ ছবি দেখে খারাপ কাজ করে থাকেন, তাহলে তা দুর্ভাগ্যজনক৷

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ