নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গী থানা বিএনপির সভাপতি ও প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহেন শাহ আলমকে (৫৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে তাকে টঙ্গীর নিজ বাসা থেকে আটক করে পুলিশ।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলাম জানান, নাশকতা করতে পারে এমন সন্দেহে প্রতিরোধমূলক (প্রিভেন্টটিভ) অভিযান চালিয়ে গত রাতে টঙ্গী থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আলমকে আটক করা হয়েছে।
