Home > সারাদেশ > বিয়ে করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের সামনে

বিয়ে করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের সামনে

কঠোর লকডাউন চলছে। এই সময় বিয়ে করে সিএনজি অটোরিক্সায় নববধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন নবদম্পতি। পথে লকডাউন বাস্তবায়নে মাঠে থাকা ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হয়ে গেলেন তারা। ঘটনাটি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। পরে এক সপ্তাহ ঘর থেকে বের না হওয়ার অঙ্গীকার করিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এর সত্যতা স্বীকার করেন।

জানা যায়, শুক্রবার (২ জুলাই) বিকেলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে রাস্তায় ছিল ভ্রাম্যমাণ আদালত। এই সময় একটি সিএনজি অটোরিক্সায় সদ্য বিয়ে করে নব বধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক দম্পতি। ভ্রাম্যমাণ আদালত সিএনজি অটোরিক্সা থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন।

পরে লকডাউন প্রতিপালনের প্রতিশ্রুতি আদায় এবং আগামী একসপ্তাহ ঘর থেকে বের না হওয়ার অঙ্গিকার করিয়ে নবদম্পতি কে ছেড়ে দেওয়া হয়।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী
শিরোনামঃ