মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে বাস-
এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হারুণার রশিদ (৬৫)। বাড়ি ফরিদপুর জেলায়।
পুলিশ জানায়, সকালে ফরিদপুরগামী একটি এ্যাম্বুলেন্সের সাথে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্স যাত্রী হারুণার রশিদ মারা যান।
গোলড়া হাইওয়ে থানার এসআই লুৎফর রহমান রাইজিংবিডিকে জানান, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।