পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেছে ওই ছাত্রীর পরিবার। এরপর থেকে অভিযুক্ত আবু সালেক (২১) পলাতক। আবু সালেক উপজেলার মান্দুলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আবু সালেক। এর এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে আবু সালেক। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
ওই ছাত্রী বলেন, ‘আমি ন্যায় বিচার পেতে পরিবারের সহযোগিতায় আইনের আশ্রয় নিয়েছি।’
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মো. ফারুক ফিরোজ বলেন, ‘ওই ছাত্রী অন্তঃসত্ত্বা এটা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে নিশ্চিত হয়েছি। আসামিকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।’