নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা থানার চাঁনমারি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে র্যাব-১১ এর পুলিশ সুপার সুমিনুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) রাতে র্যাবের অভিযানে কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ১১ জনের সবাই বয়সে তরুণ। তারা হলেন, রাসেল মিয়া, জালাল, আমিনুল ইসলাম, আনোয়ার, জনি, জাকির হোসেন, জুয়েল রানা, আবু নাঈম, ফেরদৌস ইসলাম, আব্দুল্লাহ ও সাইফুল ইসলাম। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক কিশোরীকে অপহরণ করে তার কাছ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে ফতুল্লার চানমারি এলাকা মাউরাপট্টি সেকশনমাঠ এলাকায় একটি পরিত্যক্ত ভবনে আটকে রাখা হয়। ওই কিশোরীর পরিবারের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এসপি সুমিনুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ১১ জন কিশোরগ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল।
এ ঘটনায় ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।