চারঘাট প্রতিনিধি প্রতিনিধি: চারঘাট উপজেলার নিমপাড়া অর্ন্তগত কামিনীগঙ্গারামপুর গ্রামের পানি নিঃশকাশন জন্য নির্মিত কালভাটের মুখ বন্ধ করে অবৈধ্য ভাবে মাছ চাষ করছে অত্র গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (৪৫)। এতে এলাকার প্রায় শত শত বিঘা জমির চাষাবাদ পানির নিচে তলিয়ে যাচ্ছে, ত্রিশ থেকে চল্লিশ টি পরিবার পানি বন্দী অবস্থায় রয়েছে এবং আনুমানিক তিনশত বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। এলাকা বাসী মোঃ আশরাফুল ইসলাম (৪৫) কে এই সমস্যর কথা বললে সে বলেন আমি কারো বাপের যাইযগা ঘিরেছি। এমতাবস্থায় তাদের দেখার মতো কেউ নেই। পানি বন্দী লোকজন সাংবাদিক কে বিষয়টি অবহিত করে বলেন আমরা গরীব অসহয় মানুষ আমাদের দেখার কেউ নাই।
