Home > সারাদেশ > রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর করোনায় আক্রান্ত

রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর করোনায় আক্রান্ত

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত। শনিবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাংসদের ভাইরা ভাই মো. আব্দুল্লাহ।

তিনি বলেন, হঠাৎ সর্দি জ্বরসহ নানা উপসর্গ দেখা দেয়ায় শুক্রবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমূনা দেন সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগের ল্যাবে পরীক্ষা করে তার করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে জানানো হয়।

তবে সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান বর্তমানে শারীরিক ভাবে সম্পুর্ন সুস্থ আছেন এবং রাজশাহী নগরীর কাজিহাটায় নিজ বাড়িতে অবস্থান করছেন বলেও জানান মো. আব্দুল্লাহ।

এদিকে, দ্রুত করোনা মুক্ত হয়ে পূণরায় মানুষের সেবায় কাজ করতে সংসদীয় এলাকাবাসীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন প্রফেসর ডাঃ মনসুর রহমান এমপি।

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ