ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৪৩ জনে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবে ১৬০টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৫ জন, নবীনগর উপজেলায় ২ জন, আশুগঞ্জ উপজেলায় ৫ জন, নাসিরনগর উপজেলায় ১ জন ও আখাউড়া উপজেলায় ৪ জন।
জেলায় এ পর্যন্ত আক্রান্ত ১৮৪৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯৪৮ জন। মারা গেছেন ৩০ জন। এছাড়া এখনো আইসোলেশনে রয়েছেন ৮৬৫ জন।