Home > সারাদেশ > সিলেটে একদিনে ৮৫ জনের করোনা শনাক্ত

সিলেটে একদিনে ৮৫ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৮৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে শুক্রবার (১২ জুন) সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৮ এ। আর এ পর্যন্ত মারা গেছে ৩১ জন। সেরে উঠেছে ১৩৮ জন।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও দিনে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের ল্যাব থেকে নমুনা পরীক্ষায় এ ৮৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ‘বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৭ জনের পজিটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে ৪৩ জনই সিলেট সিটি ও সদর উপজেলার বাসিন্দা। বাকিরা জেলার দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার বাসিন্দা।’

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, ‘নমুনা জটের কারণে কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে ১৮৯ জনের নমুনা পরীক্ষার ফল আসে; যেখানে ৩৮ জনের করোনা পজিটিভ এসেছে। তারা সকলেই সিলেট জেলার বাসিন্দা।’

সিলেট জেলায় ৫ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গত ১১ দিনে। প্রথম রোগী শনাক্ত হওয়ার ৫৬ দিনে যেখানে মোট আক্রান্ত হন ৫০০ জন, সেখানে সবশেষ ১১ দিনে আক্রান্ত হয়েছেন ৭০০ জন।

আক্রান্তদের সংখ্যা দ্রুত বিস্তারের কারণে সিলেট জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এরপর থেকে স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করা হচ্ছে কি না- তা নিশ্চিত করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়, ‘বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে সিলেট মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ২৭৯ জনকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।’

আপনার ওয়েবসাইট তৈরি করতে ক্লিক করুন........
Ads by জনতার বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

শিরোনামঃ