রাজশাহীর পুঠিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ি সংলগ্ন শেখ রাসেল শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ভিত্তি প্রস্তর স্থাপন করেন পুঠিয়া-দুর্গপুরের সাংসদ ও সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রফেসার ডা. মনসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, উপজেলার পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাগণ,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার জনসাধারণ। পরে শেখ রাসেল শিশু পার্কে বৃক্ষ রোপণ করা হয়। এছাড়াও পুঠিয়া উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
